শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


মহানবির অবমাননার প্রতিবাদে মাঠে নামছে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মোহাম্মাদ সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

আগামী বৃহস্পতিবার বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সরকারের কাছে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের দাবীসমূহ, ফ্রান্স রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকাতায় মহানবী সা. এর ব্যঙ্গচিত্র প্রকাশ করায় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোকে। মুসলিম বিশ্বের কাছে নিঃশ্বর্ত ক্ষমা চাইতে হবে। বাংলাদেশের জাতীয় সংসদে ফ্রান্সে মহানবী সা. এর ব্যঙ্গচিত্রের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে। ফ্রান্সের সাথে সকল কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ফ্রান্সের দুতাবাস প্রত্যাহার করতে হবে।
ফ্রান্সের সকল পন্য আমদানী বন্ধ করতে হবে।

অবিলম্বে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশ সরকারের অবস্থান পরিষ্কার করতে হবে। বাংলাদেশের নাস্তিক মুর্তাদ কর্তৃক রাসূল সা. সম্পর্কে কটুক্তির বিরুদ্ধে মৃত্যদন্ডেরে আইন পাশ করতে হবে। দেশের নবীপ্রেমিক সকল নাগরিককে ফ্রান্সের সকল পণ্য ক্রয় ও ব্যবহার বর্জন করে রাসূল সা. এর প্রতি আন্তরিক ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। সভাপতিত্ব করবেন-শায়খুল হুফফাজ হাফেজ ক্বারী আব্দুল হক। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়: ৬৮পিলখানা রোড, আজিমপুর, ঢাকা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ