শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


হিন্দুত্ববাদী সংগঠনকে উস্কানী বন্ধের আহবান চরমোনাই পীরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলাম, দেশ ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। ইসলাম ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চক্র এ চক্রান্ত করছে। ‘হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ' নামের সংগঠন প্রকাশ্যে দেশ, ইসলাম ও আলেম-উলামার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ থেকে সাম্প্রদায়িক বিদ্বেষপূর্ণ শ্লোগান দিয়ে দেশে বিদ্যমান সম্প্রীতি নষ্ট করে সাম্প্রদায়িকতা সৃষ্টির পাঁয়তারা করছে।

আজ সোমবার (৯ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি মিলনায়তনে ‘মাওলানা সৈয়দ মুহাম্মদ ফজলুল করীম রহ. এর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এতে বিশেষ অতিথি ছিলেন, দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, আলহাজ আনোয়ার হোসেন, ডা. শহিদুল ইসলাম।

কদমতলী থানা সভাপতি মাওলানা ক্বারী মাসউদুর রহমান চাঁদপুরীর সভাপতিত্বে এবং শ্যামপুর থানা সভাপতি আলহাজ মুহাম্মদ বেলাল হোসেন আরিফ এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রাজ্জাক, মুফতি ইয়াকুব আলী আল কারীমি, মাওলানা আবদুল হক, মোশারেফ হোসেন, আজিজুল হক প্রমুখ।

পীর সাহেব বলেন, ‘শনিবার দেশের বিভিন্ন স্থানে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ থেকে বিভিন্ন ইসলামী আন্দোলন ও হেফাজতে ইসলাম, আলেম-উলামা, মসজিদ-মাদরাসার বিরুদ্ধে উস্কানিমূলক শ্লোগান দেওয়া হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে বাংলাদেশের মাটিতে এমন নগ্ন উস্কানি ইতোপূর্বে কেউ দিতে সাহস পায়নি। তিনি বলেন, তারা ভারতে যেভাবে ইসলামবিদ্বেষী উগ্র হিন্দুত্ববাদের শ্লোগান ‘জয় শ্রীরাম’ বলে শ্লোগান দিল। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নামক এ সংগঠন কী এদেশে ধর্মযুদ্ধ করতে চায়? এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ স্বাধীন বাংলাদেশে নির্বিঘ্নে চলতে দেয়া যায় না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে নগ্ন উস্কানিদাতা এসব সংগঠনের বিরুদ্ধে সরকার ও প্রশাসন নিশ্চুপ কেন? এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় যে কোন উদ্ভুত পরিস্থিতির দায় ঐক্য পরিষদকে গ্রহণ করতে হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ