আওয়ার ইসলাম: এবার উগ্র শ্লোগানের নিন্দা জানালো হিন্দুত্ববাদী সংগঠন ‘হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।’ গতকাল রবিবার (৮ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এ প্রতিবাদ ও নিন্দা জানান।
‘কতেক আপত্তিকর শ্লোগান, ঐক্য পরিষদের নিন্দা ও প্রতিবাদ’ শিরোনামে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভােকেট নিতাই প্রসাদ ঘােষ সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, আমরা জানতে পেরেছি, আমাদের সম্পূর্ণ অজ্ঞাতে সমাবেশস্থলের বেশ খানিকট দূর থেকে কতেক সংগঠনের বিরুদ্ধে নানান আপত্তিকর শ্লোগান দিয়েছে।’
‘বৃহৎ সমাবেশের সুযােগ নিয়ে যে বা যারা অপকর্ম করেছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলতে চাই, এসব শ্লোগান আমলের নির্ধারিত শ্লোগানের বাহিরে। ঐক্য পরিষদের নির্ধারিত শ্লোগান এমন ছিলো না।’
এর আগে গত শনিবার (৭ নভেম্বর) চট্টগ্রামে হিন্দুত্ববাদী সংগঠন ‘হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ’ এর আয়োজনে এক সমাবেশে দেশের ইসলামী কয়েকটি দল নিয়ে আপত্তিতকর শ্লোগান দেয় তারা। এরপর দেশের শীর্ষ ইসলামী নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালে অবশেষে নিন্দা জ্ঞাপন করলো তাদের সংগঠন।
এমডব্লিউ/