আওয়ার ইসলাম: ইসলামী শ্রমিক আন্দোলন নেতা আলহাজ্ব আব্দুর রহমান অসুস্থ। ইসলামীর আন্দোলন বাংলাদেশ এর আমীর সৈয়দ রেজাউল করীম এর পিএস মাওলানা আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
আবু বকর সিদ্দিক এক ফেসবুক পোস্টে লিখেন, ‘খাস করে দোয়া চাই, ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ আব্দুর রহমান কাকা বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ।
এদিকে ইসলামী শ্রমিক আন্দোলন এর এ নেতা গত (৭ নভেম্বর) তার নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে লিখেছেন, ‘আমি সকল এর নিকট দোয়া চাই। ডাক্তার এর পরামর্শে বেড রেষ্ট আছি। আল্লাহ চাহেতো আবার সুস্থ হয়ে ফিরবো। অসুস্থতার কারণে অনেক প্রোগ্রামে যুক্ত হতে পারছি না। আবারও বলছি বেশী বেশী দোয়া চাই।’
আলহাজ্ব আব্দুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনায়ন নিয়ে গত সিটি নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে হাতপাখা প্রতীকে মেয়র পদে নির্বাচন করেন।
এমডব্লিউ/