মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


মার্কিন মুদ্রার বিপরীতে মুদ্রার মান কমে যাওয়ায় গভর্নরকে বরখাস্ত করলেন এরদোগান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন মুদ্রার বিপরীতে তুর্কি মুদ্রার মান অবনতিতে রেকর্ড হয়েছে গত কয়েক সপ্তাহ আগে। এ ঘটনার পর ব্যাপক ক্ষেপেছেন প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। ঘটনাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মুরাত উইজালকে বরখাস্ত করেছেন তিনি।

আনাদোলু নিউজ এজেন্সি জানায় দেশটিতে নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অর্থমন্ত্রী নেচি আগবালকে। গত এক বছর আগের তুলনায় দেশটির মুদ্রার মান ৩০ ভাগ কমে যায়।

প্রেসিডেন্সিয়াল অধ্যাদেশের মাধ্যমে এ নিয়োগ দেয়া হয়। পরে এটি প্রজ্ঞাপন আকারে জারি করা হয়েছে। ইস্তাম্বুল ইউনিভার্সিটি লেখাপড়া করা আগবাল ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এরদোগান সরকারের অর্থমন্ত্রী ছিলেন। ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত বেবার্ট এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ৫২ বছর বয়সী আগবাল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ