বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ।। ১৪ কার্তিক ১৪৩২ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেটে খেজুরগাছের পক্ষে জনমত গড়ে তুলুন: আব্দুল মালিক চৌধুরী আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার সিলেটে দক্ষিণ সুরমা উপজেলায় ইমাম সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত গণভোটের বিষয়ে প্রধান উপদেষ্টা চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন : আইন উপদেষ্টা ‘শাপলা কলি’ যুক্ত হলো ইসির প্রতীক তালিকায় জামায়াতের সঙ্গে কোনও জোটে থাকবো না : জমিয়ত সভাপতি বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে: দুদু নির্বাচন কমিশনে বাংলাদেশ খেলাফত মজলিসের স্মারকলিপি প্রদান ঢাকা মহানগর উত্তরের প্রার্থীদের নিয়ে নির্বাচনী সভা খেলাফত মজলিসের ৫ দফা দাবীতে নির্বাচন কমিশনে স্বারকলিপি প্রদান ইসলামী আন্দোলনের

১ বছরে হাফেজা হলো ৭ বছরের জমজ কন্যা মাহদিয়া ও মায়মুনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ, নিউজরুম এডিটর>

মাত্র ১ বছরে হাফেজা হয়েছেন ৭ বছরের জমজ কন্যা মাহদিয়া ও মায়মুনা। রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার হিফজ বিভাগের প্রধান জিম্মাদার হাফেজ নূরুল আমিন এর কন্যা তারা। তাদের বয়স এখন ৭ বছর ৫ মাস।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার অফিসে আল্লামা নূর হোসাইন কাসেমী, আল্লামা উবায়দুল্লাহ ফারুক ও উস্তাজুল হুফফাজ হাফেজ আব্দুল হককে শেষ সবক শোনান তারা। এ সময় কুরআনে কারিমের ১ নম্বর পারার ২০ নম্বর পৃষ্ঠা শুনিয়েছে এ দুই বিস্ময়কন্যা। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন হাফেজা মাহদিয়া ও মায়মুনার পিতা হাফেজ নূরুল আমিন।

তিনি জানান, ‘গতবছর হিফজ শুরু করে এ বছর হিফজ সম্পন্ন করেছে ওরা। তখন ওদের বয়স ছিলো ৬ বছর ৫মাস। আজ ৭ বছর ৫ মাসে ওদের কুরআন হিফজ সমাপ্ত হয়েছে। বাসায় ঘরোয়া পরিবেশে বাবা-মায়ের কাছেই হিফজ সম্পন্ন হয়েছে ওদের। ওরা যখন হিফজ শুরু করে তখন আধাপৃষ্ঠা করে মুখাস্থ শোনাতো। এরপর শোনানোর পরিমাণ বাড়তে থাকে। শেষের দিকে এসে প্রতিদিন ৫ পৃষ্ঠাও শুনিয়েছে ওরা।’

শেষ সবক শোনানোর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বারিধারা মাদরাসার নায়েবে মুহতামিম হাফেজ নাজমুল হাসান, হুফফাজুল কোরআন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাফেজ নাসির আহমাদ, মুফতি জাকির হোসাইন কাসেমী ও কন্যাদ্বয়ের পিতা হাফেজ নুরুল আমিনসহ অন্যান্য উলামায়ে কেরাম।

জমজ দুই কন্যা হাফেজা হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে হাফেজ নূরুল আমিন বলেন, ‘এটা আল্লাহপাকের কুদরত ও ওদের বাবা-মায়ের সার্বক্ষনিক প্রচেষ্টার ফসল। আমি দেশবাসীর কাছে ওদের উন্নত ভবিষ্যতের জন্য দোয়া কামনা করছি। আল্লাহ যেনো ওদের আলেমা বানান। দীনের খাদেম হিসেবে কবুল করেন।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ