আওয়ার ইসলাম: জনপ্রিয় ওয়ায়েজ মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী সুস্থ আছেন। কোনো রকম গুজবে কান না দিতে আহবান করেছেন তিনি। গতকাল বুধবার এক ফেসবুক লাইভে এ আহবান জানান তিনি।
এর আগে স্যোশাল মিডিয়ায় মাওলানা ওলিপুরী মৃত্যুবরণ করেছেন এমন গুজব ছড়িয়ে পড়ে। একযোগে কয়েকটি আইডি থেকে স্টাটাস দেন গুজব সৃষ্টিকারীরা। এরপরই লাইভে এসে নিজের অবস্থান ও ভালো থাকার খবর জানান দিলেন তিনি।
ফেসবুক লাইভে মাওলানা ওলীপুরী বলেন, ‘আমার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, হিতাকাঙ্খী ও শ্রোতামণ্ডলী। কিছু দুষ্ট লোক আমার জটিল অসুস্থতা অথবা মৃত্যুখবর গুজব হিসেবে রটিয়ে দিয়েছে। এরা মিথ্যুক। এরা আপনাদের আতঙ্কিত করার জন্য এবং আমাকে কলঙ্কিত করার জন্য এটা করেছে। আপনারা এদের কথা বিশ্বাস করবেন না। আল্লাহ আমাকে ভালো রেখেছেন।’
এমডব্লিউ/