মোস্তফা ওয়াদুদ: নবির ব্যঙ্গকার্টুন প্রদর্শনকে সমর্থন জানানোর জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে সামনে পেলে হত্যা করে হাসিমুখে ফাঁসির কাষ্ঠে যাওয়ার কথা বলেছেন নারায়নগঞ্জ ৩ আসনের সাংসদ লিয়াকাত হোসেন খোকা। সব সময় কাদিয়ানীদের বিরোধিতা করে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি।
গত সোমবার (২নভেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার আমিনপুর মাঠে ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর শাহ আহমদ শফী রহ. এর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন এমপি খোকা। নারায়ণগঞ্জের মাহফিলে দেওয়া তাঁর বক্তব্যের প্রায় ১২ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও তার ফেইসবুক পেইজেও দিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘যারা বিশ্বনবীর কুটুক্তি করবে। ব্যঙ্গ করবে। আমি কোনো সংসদ সদস্য হিসেবে বলছি না। আমি মুসলমান হিসেবে বলতে চাই। ঐ বেকুবের বাচ্চা ফ্রান্সের প্রধানমন্ত্রীকে বলতে চাই, আজকে যদি তুই আমার সামনে থাকতি। আমি তোকে হত্যা করতাম। তোকে হত্যা করে আমি হাসিমুখে ফাঁসির কাষ্ঠে যেতে হলেও ফাঁসির কাষ্ঠে ঝুলতাম।’
লিয়াকাত হোসেন খোকার এ বক্তব্যের পর মাহফিলে শ্লোগান ধরেন উপস্থিত নবীপ্রেমিক তৌদিদি জনতা। ‘বন্ধ বন্ধ বন্ধ করো, দূতাবাস বন্ধ করো’, ‘বিশ্বনবির অপমান, সইবে নারে মুসলমান’, ‘ম্যাক্রোঁর দুই গালে, জুতা মারো তালে তালে’। ইত্যাদি।
তিনি আবারও বলেন, ‘আজকে সেই ফ্রান্সের কুকুরের বাচ্চাকে লক্ষ করে বলছি, আজকে যদি আমি তোকে সামনে পেতাম তোকে হত্যা করে হাসিমুখে ফাঁসির কাষ্ঠে যেতাম।’
তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করে বলেন, ‘আপনি একজন মুসলিম সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আপনার পিতা ছিলেন একজন সাচ্চা মুসলমান। আপনার পিতা ওয়াইসি সম্মেলন থেকে শুরু করে ইসলামের জন্য অনেক কিছু করেছেন। আমি আপনাকে ব্যক্তিগতভাবে জানি। আপনি তাহাজ্জুদের নামাজ না পড়ে ঘুমান না। আপনার কাছে একজন সংসদ সদস্য হিসেবে আমি অনুরোধ করে বলছি, আপনি ফ্রান্সের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক বর্জন করুন। আমার নবির বাইরে আমার আর কোনো পরিচয় নেই। প্রাণের নবি তিনি। আমার নবির বিরুদ্ধে যে বলবে তার সাথে কিসের সম্পর্ক?’
তিনি বলেন, আগামী ৮ তারিখে সংসদ অধিবেশন ডাকা হয়েছে। মাননীয় রাষ্ট্রপতি সংসদ অধিবেশন ডেকেছেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের নেত্রী। আপনি ইসলামের জন্য কাজ করছেন। আপনি আল্লামা শফি রহ. এর নির্দেশে দারুল উলুম দেওবন্দের নীতি-আদর্শ মেনে কওমি মাদরাসার স্বীকৃতি দিয়েছেন। আল্লামা শফি সাহেবকে আপনি অনেক শ্রদ্ধা করতেন। সেজন্য আমি বলি, এই সংসদেই ফ্রান্সের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক বাতিল করার জন্য সংসদে প্রস্তাবনা আনুন। আমরা আপনার পক্ষে থাকবো। বাংলাদেশের মুসলমান আপনার পক্ষে থাকবে।’
তিনি নবির অবমাননাকারীদের ফাঁসির আদেশ সংসদে জারীর আহবান জানিয়ে প্রধানমন্ত্রীকে বলেন, মুসলমানদের অবজ্ঞা করার জন্য যারা নবির বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে ফাঁসির আদেশ জারী করে নতুন আইন সংসদে আনুন।’ আমরা আপনার পক্ষে থাকবো।’
ফ্রান্সের একটি সাময়িকীতে হজরত মুহাম্মদকে সা. নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে বিক্ষোভ চলছে। বাংলাদেশেও চলছে আপামর জনতার প্রতিবাদ। নবিপ্রেমিক জনতা প্রতিবাদ জানানোর পাশাপাশি ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বানও জানিয়েছেন। এতদিন পর এসে সরকারের কোনো এমপি তৌহিদি জনতার সাথে একমত প্রকাশ করলেন।
এমডব্লিউ/