শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


‘মাস্ক পরা বাধ্যতামূলক করতে পদক্ষেপ নেওয়া হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় তরঙ্গ মোকাবেলায় সবার জন্য মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে শিগগিরই পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় তিনি এ কথা বলেন। করোনা ভাইরাসের দ্বিতীয় তরঙ্গ মোকাবেলায় করণীয় সংক্রান্ত বিষয়দি নিয়ে এ সভার আয়োজন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আসন্ন শীত মৌসুমে দেশে করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় তরঙ্গ দেখা দিতে পারে। প্রাণঘাতী ভাইরাসটি মোকাবেলায় এই মুহূর্তে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া আর কোনো বিকল্প নেই। তাই যতদিন না দেশের জনগণের মধ্যে করোনার টিকা প্রয়োগ করা হচ্ছে, ততদিন পর্যন্ত সকলের মাস্ক পরিধান বাধ্যতামূলক। এ বিষয়ে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরো বলেন, ইউরোপ ও আমেরিকার অনেক দেশে ইতোমধ্যে করোনার সংক্রমণের দ্বিতীয় তরঙ্গ শুরু হয়ে গেছে। সংক্রমণ মোকাবেলায় অনেক দেশ দ্বিতীয় দফায় লকডাউন জারি করেছে। আশঙ্কা করা হচ্ছে, আমাদের দেশেও সংক্রমণের দ্বিতীয় ঢেউ দেখা দিতে পারে। সেটা মোকাবেলা সব ধরনের সক্ষমতা আমাদের রয়েছে। তবে জনগণ যদি স্বাস্থ্যবিধি মেনে না চলে, সচেতন না হয়, তাহলে এটি ভয়ের কারণ হতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ