আওয়ার ইসলাম: জনপ্রিয় ওয়ায়েজ মাওলানা নূরুল ইসলাম ওলিপুরীর সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
আজ বুধবার (৪ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী আমাদের সকলের জন্য ছায়াস্বরূপ। তিনি দলমত নির্বিশেষে ইসলামপ্রিয় সকল মানুষের প্রিয় ব্যক্তি। দেশ ও জাতির প্রয়োজনে তার শারীরিক সুস্থতা আমাদের জন্য নেয়ামত স্বরূপ।
পীর সাহেব চরমোনাই নিজেও বিশেষভাবে আল্লাহর কাছে ওলিপুরীর আশু রোগ মুক্তি কামনা করে দোয়া করেছেন ও দেশের সকল ইসলাম প্রিয় মানুষকে দোয়া করতে আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী অসুস্থাবস্থায় বর্তমানে ঢাকা এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এমডব্লিউ/