শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় আওয়ামী লীগ: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারোর দয়া বা দাক্ষিণ্যে নয়, আওয়ামী লীগ জনগণের সমর্থন নিয়েই চারবার ক্ষমতায় থেকে দেশের সেবা করে যাচ্ছে বলে জানিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার জেল হত্যা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে প্রোথিত। তৃণমূলের নেতাকর্মীদের কারণেই দলটি এখনো টিকে আছে এবং সংগঠনের ক্ষতিও কেউ করতে পারেনি। এখন কারো মনোব্যথা হলে আমাদের কিছু বলার নেই। জনগণের সমর্থনেই আওয়ামী লীগ ক্ষমতায়। জনগণের কল্যাণে দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি।

নির্বাচন নিয়ে প্রশ্ন উত্থাপনকারীদের কঠোর সমালোচনা করে তিনি বলেন, কারোর দয়া বা দাক্ষিণ্যে নয়, আওয়ামী লীগ জনগণের সমর্থন নিয়েই চারবার ক্ষমতায়। আওয়ামী লীগ জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নে কাজ করে। সে জন্যই ক্ষমতায় টিকে আছে। যারা সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ সৃষ্টি ও মানুষ হত্যা করে, তাদের কেনো জনগণ ভোট দেবে?

সরকার প্রধান বলেন, সন্ত্রাসী, খুনিচক্র ও স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। কারণ তারা বসে নেই। ১৫ আগস্ট ও ৩ নভেম্বরের ঘটনা ঘটিয়েও তারা ক্ষমতাকে ভোগ করতে পারেনি জনগণের কারণে। এটাই তাদের সবচেয়ে বেশি ক্ষোভ। অবৈধভাবে ক্ষমতা দখল করে গঠিত রাজনৈতিক দল কখনোই দেশ ও জাতির কল্যাণ করতে পারে না।

ক্ষমতাকে তারা নিজেদের ভাগ্য গড়ার কাজে ব্যবহার করেছে মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল, যারা দেশের মাটি ও মানুষের মধ্যে থেকে জন্ম নিয়েছে। আমরা ক্ষমতায় এলেই দেশ উন্নত হয় এবং দেশের মানুষের কল্যাণ হয়। এই জাতি বিশ্বের বুকে মাথা উঁচু করে চলতে পারে। আওয়ামী লীগ সরকার তা প্রমাণও করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ