শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


‘জাতীয় ৪ নেতার ত্যাগের মহিমা জাতির পথচলার পাথেয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় চার নেতার ত্যাগের মহিমা আমাদের জাতির পথচলার পাথেয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার দুপুর একটার দিকে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে জেলহত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আজকের দিনে আমাদের জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। জাতীয় চার নেতা ত্যাগের মহিমার যে নজির স্থাপন করে গেছেন, সেটাই আমাদের জাতীর পথচলার পাথেয়।

তিনি বলেন, আমাদের জাতীয় চার নেতা ত্যাগ নীতি ও আদর্শের সঙ্গে কখনোই আপস করেননি। সেই পথেই আমরা এগিয়ে চলেছি। সেই পথেই বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে চলেছেন। যে বাংলাদেশের জন্য আমাদের জাতীয় চার নেতা ত্যাগ স্বীকার করেছিলেন, সেই বাংলাদেশ আজকের বিশ্বের দরবারে একটি মর্যাদাশীল দেশ হিসেবে পরিণত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ