শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


সংসদে ম্যোক্রোঁর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে: মুফতি মুহাম্মদ ওয়াক্কাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ কার্টুন প্রদর্শন করে ফ্রান্স ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। বিশ্বের ২০০ কোটি মুসলমানের হৃদয়ে আঘাত দিয়েছে। তাই মুসলিম রাষ্ট্রগুলোর উচিত তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা। তাদের উৎপাদিত পণ্য বর্জন করা। তাদের সাথে আমদানি রপ্তানির সব ধরনের ব্যবসা-বাণিজ্য বয়কট করা। জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি সাবেকমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমেলার বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। তিনি জাতীয় সংসদ অধিবেশনের ফ্রান্সের এ কর্মকাণ্ডের জন্য নিন্দা প্রস্তাব পাশ করার জোর দাবি জানান।

আজ শনিবার (৩১ অক্টোবর) বিকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমেলার বৈঠক রাজধানীর রামপুরাস্থ জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদ্রাসা মিলনায়তনে জমিয়তের সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, সহ-সভাপতি মাওলানা শহিদুল ইসলাম আনসারী, মহাসচিব মুফতি শেখ মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম-মহাসচিব শায়খুল হাদীস মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা আব্দুল হক কাওছারী, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মাওলানা বেলায়েত হোসাইন আল ফিরোজী, মুফতি জাকির হোসাইন খান, মুফতি রেজাউল করীম, আলহাজ জামাল নাসের চৌধুরী, মাওলানা ড.রেজ‌ওয়ান আহমদ, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আবু বকর সিদ্দিক সরকার, মাওলানা মাহমুদুল হাসান জিহাদী, মাওলানা রেদ‌ওয়ান বিন শায়খ নোমান, মাওলানা আতাউর রহমান খান, মাওলানা সুহাইল আহমদ ও মাওলানা নিজাম উদ্দিন আল আদনান প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ