শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


মিরপুরে ইত্তেফাকুল মাদারিসিল এর উদ্যোগে ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সে সরকারী মদদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অবমাননার প্রতিবাদে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়া বৃহত্তর মিরপুর-এর উদ্যোগে সর্বস্তরের তৌহিদী জনতার অংশগ্রহণে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমা মিরপুর এক নাম্বার গোল চক্কর সংলগ্ন মুক্তবাংলা শপিং কমপ্লেক্সে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি এক নাম্বার থেকে শুরু হয়ে ১০ নাম্বার গোল চত্তর ঘুরে চিড়িয়াখানা মোড়ে এসে সমাপ্ত হয়।মিছিলে তৌহিদী জনতার অংশগ্রহণে মিরপুর ১ নাম্বারে গোল চক্কর এলাকা কানায় কানায় পূর্ণ ছিল। বিক্ষোভ সমাবেশে বক্তারা ফ্রান্সে নবী অবমাননার তীব্র প্রতিবাদ জানান এবং রাষ্ট্রীয়ভাবে নিন্দার দাবি তোলেন।

ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়া বৃহত্তর মিরপুর-এর উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও আরজাবাদ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া।

মাওলানা নূর মোহাম্মদ কাসেমী ও মুফতী রহমত এলাহী আরমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা আবুল বাশার নোমানী সহ-সভাপতি ইত্তেফাক, মাওলানা ইমরান মাজহারী শায়খুল হাদীস, মাওলানা জুনায়েদ আল হাবীব সহ-সভাপতি ইত্তেফাক, মাওলানা আব্দুল কাইয়ুম সহ-সভাপতি ইত্তেফাক, মাওলানা লোকমান মাজহারী সাধারণ সম্পাদক ইত্তেফাক, মাওলানা মুফতী হামেদ জাহেরী যুগ্ম সাধারণ সম্পাদক ইত্তেফাক, মাওলানা ফজলুল করিম কাসেমী যুগ্ম সাধারণ সম্পাদক ইত্তেফাক, মাওলানা ঈশা কাসেমী সাংগঠনিক সম্পাদক ইত্তেফাক, ইসলাম টাইমস সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মদ, স্বেচ্চাসেবী সংগঠন তাকওয়া ফাউন্ডেশনের কর্ণধার গাজী ইয়াকুব, মাওলানা আব্দুল লতিফ ফারুকী, মাওলানা ওয়ালী উল্লাহ সভাপতি শাহ আলী ইমাম পরিষদ, মাওলানা সাফুদদীন ইউসুফ ফাহিম, মাওলানা আব্দূস সবুর প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ