সুফিয়ান ফারাবি
স্পেশাল করেসপন্ডেন্ট
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী সা. কে অবমাননার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ সাভার উপজেলা শাখা।
আজ (৩০ অক্টোবর) শুক্রবার বাদ জুমা সাভার পৌরস্থ সিটি সেন্টারের সামনে মিছিল পূর্ব প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাভার ব্যাংক কলোনি মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল্লাহর সভাপতিত্বে ও মুফতি আমীনুল ইসলাম কাসেমী, মুফতি আলী আকরামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, বিশেষ অতিথি ছিলেন হেফাজত ঢাকা মহানগর যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী। বক্তব্য রাখেন রাজাসন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী, মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, আল্লামা আশিকুর রহমান কাসেমী, শাইখুল হাদীস মাওলানা আনওয়ার হোসাইন কাসেমী, যাদুরচর মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী, আনন্দপুর মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আলী আজম, মুফতি আলী আশরাফ তৈয়ব, মুফতি শাহেদ জহিরী, মুফতি রফিকুল ইসলাম সর্দার, মাওলানা নাজমুল হাসান বিন নূরী, মাওলানা কাওসার হোসাইন, মুফতি সুলতান মাহমুদ, মুফতি মাহফুজ হায়দার কাসেমী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবমাননা করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে কোন অপকর্ম করলে রাষ্ট্রীয়ভাবেই এর প্রতিবাদ হওয়া উচিৎ। কিন্তু ৯০ ভাগ মুসলমান অধ্যুষিত বাংলাদেশে এখনো কেন সরকারিভাবে কোন প্রতিবাদ করেনি, তা আমাদের বোধগম্য নয়। নবিজী সা. এর অবমাননা কোনভাবেই বরদাশত করা হবে না। বাংলাদেশে ফ্রান্সের দূতাবাস থাকুক, দেশের একজন মুসলমানও চায় না। সুতরাং ফ্রান্সের সাথে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।
বক্তারা আরও বলেন, বিভিন্ন আরব রাষ্ট্র ফ্রান্সের পণ্য বয়কট করেছে। সরকারীভাবে ঘোষণা চাই, ফ্রান্সের কোন পণ্য বাংলাদেশে চলবে না, চলতে দেয়া হবে না। আগামী সংসদ অধিবেশনে ফ্রান্সে মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে।
বক্তারা আরও বলেন, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের ইসলাম বিদ্বেষ হচ্ছে। কিন্তু ফ্রান্স রাষ্ট্রীয়ভাবে ইসলাম বিদ্বেষ ছড়াচ্ছে। মানবাধিকার ও বাকস্বাধীনতার কথা বলে তারা বিশ্ব মানবতার মুক্তির দূত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রকাশিত ব্যঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করছে না। যার মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে তারা সম্প্রীতি নয়, চায় ধর্মযুদ্ধ ও অশান্তি।
সমাবেশ শেষে হাজার হাজার নবী প্রেমিক জনতার বিশাল একটি বিক্ষোভ মিছিল শিমুলতলা, পাকিজা হয়ে সাভার সিটি সেন্টারের সামনে দোয়ার মাধ্যমে শেষ হয়।
এমডব্লিউ/