শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


নবির অবমাননা: মিরপুরে ও ফরিদপুরে বিক্ষোভ শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়া বৃহত্তর মিরপুর এর উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়েছে। আগামীকাল শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমা মিরপুর এক নাম্বার গোল চক্কর সংলগ্ন মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮ টায় ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়া বৃহত্তর মিরপুর ঢাকা এর মজলিসে আমেলার বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা কবরা হয়। ইত্তেফাক সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নেতৃবৃন্দ ফ্রান্সের সরকারের পৃষ্ঠপোষকতায় বহুতল ভবনে প্রজেক্টর ও দেয়ালে পোষ্টারিং এর মাধ্যমে মহানবি হজরত মুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সভায় ইত্তেফাক নেতৃবৃন্দ বৃহত্তর মিরপুর এলাকার সব মাদারাসার মুহতামিম, আসাতিজায়ে কেরাম, তোলাবা, আইম্মায়ে মাসাজিদ ও সর্বস্তরের নবী প্রেমিক জনতাকে সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন।

বৈঠকে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে মহানবি সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনকারী ফ্রান্সের তিব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ না জানানোর কারণে দুঃখ প্রকাশ করেন তারা।  তারা আরও বলেন, প্রয়োজনে ঢাকা থেকে ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিস্কার ও দূতাবাস বন্ধ করে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।৷

সভায় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কুদ্দুস, (মহিলা মাদরাসা -১২), মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আব্দুল কুদ্দুস (আরজাবাদ), মাওলানা আব্দুল কাইয়ুম (ফুরফুরা), মাওলানা লোকমান মাজহারী, সাধারণ সম্পাদক ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুর, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা আব্দুল ওয়াহিদ কাছেমী, মাওলানা মুফতী হামেদ জহিরী, মাওলানা শহীদুল্লাহ কাছেমী, মাওলানা আব্দুল লতীফ ফারুকী, মাওলানা কামাল উদ্দিন সালেহ, মাওলানা আব্দুস সালাম, মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা রুহুল আমিন, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা নূরুল আলম প্রমুখ।

ফ্রান্সে মহানবি সা. এর অবমাননার প্রতিবাদে আগামীকাল ফরিদপুরে বিক্ষোভ
বেলায়েত হুসাইন

ফ্রান্সে মহানবি সা. এর অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে ফরিদপুর ইমাম কল্যাণ ফাউন্ডেশন ও জেলার কওমি উলামা পরিষদ। আগামীকাল শুক্রবার জুমার নামাজের পরে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড় থেকে শুরু হয়ে প্রেসক্লাবে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হওয়ার কথা রয়েছে।

ফরিদপুর কওমি উলামা পরিষদের সভাপতি মুফতি কামরুজ্জামান ও ফরিদপুর ইমাম কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা কারামত আলী ধর্মপ্রাণ তাওহিদী জনতাকে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ