শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


এবার ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস ঘেরাও করবে জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসলামী আন্দোলন বাংলাদেশের ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচির পর এবার ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি দিলো দ্বীনি সমাজ প্রতিষ্ঠায় ইমামদের একটি অরাজনৈতিক সংগঠন ‘জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ।’

আগামীকাল শুক্রবার (৩০ অক্টোবর) ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস ঘেরাওয়ের এ কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। ওইদিন বাদ জুমা রাজধানীর লালবাগ এলাকার পলাশী মোড়ে জমায়েত অনুষ্ঠিত হবে। দূতাবাস অভিমূখে বিশাল গণমিছিলে নেতৃত্ব দিবেন চকবাজার জামে মসজিদের খতীব মুফতি মিনহাজ উদ্দিন। সাথে থাকবেন সংগঠনের সভাপতি ক্বারী আবুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মুফতি মাহমুদ।

এদিকে কর্মসূচি ঘোষণাপূর্ব এক বার্তায় চকবাজার জামে মসজিদের খতীব মুফতি মিনহাজ উদ্দিন বলেন, ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মানবতার মুক্তির দূত, শান্তির প্রতিক, মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে ঘৃণ্য কাজ করা হয়েছে তা বিশ্ব মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। বেঈমানরা বেঁচে থাকার জন্য যুদ্ধ করে আর আমরা মুসলিম সম্প্রদায় ইসলাম ও নবীর ইজ্জতের হেফাজত রক্ষার জন্য জিহাদ করে জীবন দিতে সর্বদা প্রস্তুত থাকি। মুসলমানের সবচেয়ে আপনজন হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সা.। তাই মুহাম্মদ সা. কে নিয়ে কোনো ধরণের অবমাননা বিশ্বের মুসলমান সইতে পারে না।

তিনি সরকারের উদ্দেশে বলেন, অনতিবিলম্বে ফ্রান্সের এ ঘৃণ্য কাজের নিন্দা প্রস্তাব পাশসহ রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানান। রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল পন্য বর্জন করে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ