শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৮ রজব ১৪৪৭


ইরফানের বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার মামলা ডিবিতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ইরফান সেলিম এবং তার দেহরক্ষী জাহিদের বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা মামলার তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

গতকাল বুধবার মামলাটি হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) মুহা. আশফাক রাজীব হাসান।

তিনি জানান, মামলাটির তদন্তভার ইতোমধ্যে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। মামলার নথি-পত্র সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আজ বৃহস্পতিবার এ বিষয়ে আদালতের অনুমতি চাওয়া হবে। আদালতের নির্দেশক্রমে ধানমন্ডি থানা হেফাজতে থাকা দুই আসামিকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

বুধবার দুপুরে ইরফান সেলিম এবং তার দেহরক্ষী জাহিদকে তিনদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ধানমন্ডি থানা হেফাজতে নেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ