আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর ৪৩তম কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে ফযীলত, সানাবিয়া উলইয়া, মুতাওয়াসসিতাহ ও ইবতেদাইয়্যাহ মারহালার মােট অন্তর্ভুক্তি ফিসের ৫০% আগামী ১লা নভেম্বর ২০২০ঈ, হতে বেফাক অফিস থেকে ফেরত প্রদান করা হবে।
আজ বুধবার (২৮ অক্টোবর) বেফাকের মহাপরিচালক অধ্যক্ষ জুবায়ের আহমদ চৌধূরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফি ফেরত প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভূক্ত সকল মাদরাসা কর্তৃপক্ষকে জানানাে যাচ্ছে যে, বেফাকের বিগত ৪৩তম কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে ফযীলত, সানাবিয়া উলইয়া, মুতাওয়াসসিতাহ ও ইবতেদাইয়্যাহ মারহালার মােট অন্তর্ভুক্তি ফিসের ৫০% আগামী ১লা নভেম্বর ২০২০ঈ, হতে বেফাক অফিস থেকে ফেরত প্রদান করা হবে।
অতএব, মুহতামিমগণ নিজের ন্যাশনাল আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি ও মাদরাসার সীলসহ বেফাকের কাজলার অফিসে আসতে হবে। আর প্রতিনিধি প্রেরণ করলে মনােনীত প্রতিনিধির ন্যাশনাল আইডি কার্ড এবং ন্যাশনাল আইডি কার্ডের নম্বরসহ মাদরাসার প্যাডে মুহতামিমের সীল ও দস্তখতকৃত পত্র নিয়ে আসতে হবে।’
এমডব্লিউ/