বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

খাস কমিটির বৈঠক: বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার তারিখ নির্ধারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর খাস কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।নির্ধারিত হয়েছে বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার তারিখ। আগামী ১৮ মার্চ-২০২১ তারিখ থেকে ২৫ মার্চ-২০২১ তারিখ পর্যন্ত মোট ৮ দিন অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় পরীক্ষা। বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ রবিবার (১৮ অক্টোবর) বেফাকের কেন্দ্রীয় অফিস যাত্রাবাড়ীর কাজলায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সভাপতি, হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান, যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম ও গুলশান সেন্ট্রাল মসজিদের খতীব আল্লামা মাহমুদুল হাসান।

উপস্থিত ছিলেন, বেফাকের ভারপ্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি, হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান ও বারিধারা মাদরাসার মুহতামিম আল্লামা নূর হোসাইন কাসেমী, বেফাকের সহ-সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা ছফিউল্লাহ, মাওলানা আব্দুল হক মোমেনশাহী, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, সহকারী মহাসচিব মাওলানা নূরুল আমিন, বেফাকের কোষাধ্যক্ষ মুফতি মুনীরুজ্জামান।

মাওলানা মাহফুজুল হক জানান, বৈঠকের শুরুতেই সদ্যপ্রয়াত সভাপতি আল্লামা শাহ আহমদ শফী রহ. এর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা মাহমুদুল হাসান।

তিনি আরও জানান, কেন্দ্রীয় পরীক্ষার তারিখ নির্ধারণ হওয়ার পাশাপাশি এ বছর মাদরাসাগুলোতে বছরের মাঝখানে দুটি পরীক্ষার বদলে একটি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ