মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
“মানবিক করিডোর’’প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম

১১১ ঘণ্টায় কাপড়ে লেখা বিশ্বের দীর্ঘতম কুরআনের পাণ্ডুলিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে কাপড়ের ওপর লেখা পবিত্র কোরআনের দীর্ঘতম পাণ্ডুলিপি প্রদর্শন করা হয়েছে। ওই পাণ্ডুলিপির দৈর্ঘ্য ৩.১ কিলোমিটার। ধারণা করা হচ্ছে, কাপড়ের ওপর লিখিত ৩.১ কিলোমিটার দৈর্ঘ্যসম্পন্ন পবিত্র কোরআনের এই পাণ্ডুলিপিটি বিশ্বের দীর্ঘতম কোরআনের পাণ্ডুলিপি।

ভারতের কেরালা রাজ্যের কায়ামকুলামের কাছে ইরুভার বাসিন্দা এম কে নওশাদ চার সন্তানের সহায়তায় কাপড়ের ওপর সম্পূর্ণ কোরআন লিখেছেন। পেশায় দর্জি নওশাদের স্বপ্ন ছিল কাপড়ের ওপর পুরো কোরআন লিখার। অবশেষে ছেলেদের সহায়তায় ৩.১ কিলোমিটার দীর্ঘ কাপড়ে কোরআন হাতে লিখে সেই স্বপ্ন পূরণ করলেন, সেই সঙ্গে করলেন বিশ্বরেকর্ডও।

এম কে নওশাদের এক ছেলে মৌলভী আবদুল কাদের বলেন, ‘বাবার স্বপ্ন বাস্তবায়িত করতে তারা চার ভাই মিলে বাবার সঙ্গে কাপড়ে হাতে সম্পূর্ণ কোরআন লিখেছেন।’

তিনি জানান, ‘এটি করতে আমাদের প্রায় ১১১ ঘণ্টার মতো সময় লেগেছে। দশটা সবুজ মার্কার কলম ও দশ বোতল কালি লেগেছে। সব মিলিয়ে এই কাজে আমাদের খরচ হয়েছে ২০ হাজার রুপি।’

যার স্বপ্ন সফল করতে ছেলেরা এই মহৎ কাজ করেছেন সেই এম কে নওশাদ কাপড়ের টুকরোগুলো একত্রে সেলাই করেছেন বেশ যত্ন নিয়ে।

নওশাদের চার ছেলেই কোরআন ও আরবিতে উচ্চ শিক্ষিত। তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন। তার এক ছেলে কে আই টি স্কুলের শিক্ষক মুহাম্মাদ শফি বলেন, ‘জুন মাসে ৩.১ কিলোমিটার দীর্ঘ কোরআন লেখার কাজ শুরু করা হয়। শেষ হয় ২৬ জুলাই।’

তিনি জানান, ‘পুরো নকশা তার বাবার। ১৫৫ রংয়ের কাপড় দিয়ে তৈরি করা হয়েছে কোরআন। এক একটি রঙিন কাপড় ২০ মিটার দীর্ঘ। পুরো কোরআন হাতে লেখা হয়েছে ওই কাপড়ে। যা লম্বায় দাঁড়িয়েছে ৩.১ কিলোমিটার।’

কাপড়ের রোলের ওপর লিখিত এই পাণ্ডুলিপিটি ঘুরিয়ে অতি সহজেই প্রথম থেকে ত্রিশ পারা পর্যন্ত তেলাওয়াত করা সম্ভব এবং এটিকে বড় একটি বাক্সে সংরক্ষণ করা হয়েছে।

সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ