সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ ।। ১৬ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
দুর্যোগ কবলিত শ্রীলঙ্কায় ত্রাণসামগ্রী ও উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ জোটবদ্ধ নির্বাচনে নিজ নিজ প্রতীকের বিধান কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল অতীতে যারা ক্ষমতায় ছিল তারা উন্নয়নের নামে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে: মোহাম্মদ কামাল হোসেন বিশ্ব এইডস দিবস ২০২৫: অজ্ঞতা ভাঙলেই কমবে সংক্রমণের ঝুঁকি ‘আগামী নির্বাচনে ইসলামি শক্তির বিজয় নিশ্চিত করতে হবে’ তিন মাসে বয়ে যেতে পারে ৮টি শৈত্যপ্রবাহ জোড় ইজতেমার আখেরি মোনাজাত কাল সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. আইয়ুব মিয়া জমিয়ত ঘোষিত প্রার্থীদের গণসংযোগ অব্যাহত রাখার নির্দেশনা আফগান যুদ্ধাপরাধ ধামাচাপা দিয়েছিল যুক্তরাজ্যের বিশেষ বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা

নন্দীগ্রামে ভিজিডির ২৮ বস্তা চাল জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাল ব্যবসায়ীর বাড়ি থেকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ২৮ বস্তা ভিজিডির চাল জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণ গ্রামের চাল ব্যবসায়ী মকছেদ আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে ওই চালগুলো জব্দ করা হয়।

জানা যায়, যুবলীগ কর্মী কামরুজ্জামানের বাবা মোকসেদ আলী ও তার সহযোগী আবু বক্কর সিদ্দিক সুবিধাভোগীদের কাছ থেকে কম দামে ভিজিডির চাল কিনে বাড়িতে মজুত করে রাখেন। খবর পেয়ে সহকারী কমিশনার নুরুল ইসলাম পুলিশ নিয়ে তল্লাশি চালিয়ে ৩০ কেজি ওজনের সরকারি ১৫ বস্তা ও প্লাস্টিকের ১৩ বস্তা ভিজিডির চাল জব্দ করেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বর্ষণ গ্রামের মকছেদ আলীর বাড়ি তল্লাশি চালিয়ে ২৮ বস্তা ভিজিডির চাল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় দুইজনের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ