মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


মার্কিন শাসক গোষ্ঠী জানেই না মানবাধিকার কী জিনিস: রুহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন শাসক গোষ্ঠী মানবাধিকার কী জিনিস তা জানেই না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

আজ শনিবার নভেল করোনাভাইরাস মোকাবেলায় গঠিত দেশটির জাতীয় টাস্ক ফোর্সের এক বৈঠকে তিনি এ কথা বলেন।

হাসান রুহানি বলেন, চলমান করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও ইরানের ওপর ওষুধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি যুক্তরাষ্ট্র। বরং এ সংকট মোকাবেলায় ইরান আন্তর্জাতিক সংস্থার কাছে ওষুধ ও করোনার টিকা কেনার জন্য পাঁচ বিলিয়ন ডলার ঋণ চাইলে এর বিরোধিতা করে মার্কিন সরকার। যার কারণে তেহরানকে এ ঋণ দেওয়া হয়নি।

তিনি অভিযোগ করে বলেন, বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংগুলোতে ইরানের অর্থ রয়েছে। কিন্তু মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞা ও চাপের কারণে সেসব দেশ তাদের অর্থ ছাড়ের অনুমতি দিচ্ছে না। পৃথিবীর ইতিহাসে এমন মানবিক অপরাধের দৃষ্টান্ত আর নেই। মার্কিন শাসক গোষ্ঠী জানেই না মানবাধিকার কী জিনিস।

মার্কিন সরকারের এমন অমানবিকতার পরও ইরান সফলতার সঙ্গে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলা করছে জানিয়ে তিনি আরো বলেন, করোনা মোকাবেলায় তেহরানের দক্ষতা ও সাফল্য দেখেও শত্রুরা ঈর্ষান্বিত ও ক্ষুব্ধ হয়েছে। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ