আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া সিরাজিয়া ভাদুঘর মাদরাসার মুহতামিম আল্লামা মুনিরুজ্জামান সিরাজীর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) গভীর শোক প্রকাশ করে তার মাগফিরাত কামনা করেছেন। পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন দলের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
আজ রোববার এক শোকবাণীতে পীর সাহেব চরমোনাই বলেন, আল্লামা মনিরুজ্জামান রহ. দেশের ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। তিনি বহু মাদরাসা, মসজিদসহ বহু মারকাজের সাথে জড়িত ছিলেন। শিরক, বেদআত ও ভ্রান্ত মতাদর্শেল বিরুদ্ধে প্রতিবাদী ভুমিকা পালন করেছেন।
হযরতের ইন্তেকালে দেশবাসী একজন প্রথিতযশা আলেমেদীনকে হারালো। যার অভাব দীর্ঘদিন অনুভূত হবে। মহান রাব্বুল আলামিন তার সকল নেককাজ কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।
এমডব্লিউ/