বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


মাওলানা আশরাফ মাহদির নিখোঁজে মিছবাহু রহমান চৌধুরীর উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরীর ঢাকাস্থ বাসভবনে বাংলাদেশ ইসলামী ঐক্য জোট ঢাকা মহানগরীর নেতৃবৃন্দের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা হয়।

ঢাকা মহানগর সভাপতি হাফেজ মাওলানা মোশাররফ হোসেন মাহমুদের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মিছবাহ তার বক্তৃতায় বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে দেশের মানুষের মুক্তি ও স্বাধীনতা সংগ্রামে এই মহিয়ষী নারীর অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

তিনি মুফতি ফজলুল হক আমিনী সাহেবের নাতি মাওলানা আশরাফ মাহাদীর নিখোঁজের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেন ও আগামী ২৪ ঘন্টার ভিতরে তাকে খুঁজে বের করতে পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার প্রতি জোর দাবি জানান।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক মো. জামাল উদ্দিন জামান, কেন্দ্রীয় নেতা আমজাদ হোসেন খোকন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন বাবু, ঢাকা মহানগর সেক্রেটারী হাফেজ মাওলানা ক্বারী সালামাতুল্লাহ, ঢাকা মহানগর সিনিয়র সহসভাপতি মুফতি বোরহান উদ্দিন আজিজি, ঢাকা মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি তাজুল ইসলাম, ঢাকা মহানগরের অর্থ সম্পাদক মাওলানা শফিকুল হাসান শিহাব প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ