আওয়ার ইসলাম: ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সদস্য মুফতি আমিনী রহ. দৌহিত্র আশরাফ মাহদী মিথ্যা মামলা থেকে জামিনে মুক্তি পেলে তাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা ছাত্র জমিয়ত।
অভ্যর্থনায় উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি নাছির উদ্দিন মুনির, চট্টগ্রাম উত্তর জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সাব্বির আহমাদ, ছাত্র জমিয়ত উত্তর জেলা সভাপতি মুনশি সুহাইল মাহবুব প্রমুখ।
উল্লেখ্য, ছাত্র জমিয়তের সদস্য আশরাফ মাহাদী গতপরশু বাংলাদেশের একটি ফ্লাইটে মিশরের উদ্দেশ্যে রওনা হয়ে দুবাই এয়ারপোর্টে ল্যান্ড করলে সেখানে তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর গতকাল দুপুর ১১ টার ফ্লাইটে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। পরে গভীর রাত পর্যন্ত তাকে বিমানবন্দরে আটকিয়ে রেখে আজ সকালে চট্টগ্রাম কোর্টে হাজির করে পুলিশ।
এমডব্লিউ/