বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


করোনায় মারা গেলেন পাউবোর সাবেক মহাপরিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত হয়ে বগুড়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ (৬৮) মারা গেছেন। মঙ্গলবার সকাল ৮টায় বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে তিনি মারা যান।

জানা যায়, তার বাড়ি নওগাঁ শহরের পোস্ট অফিসপাড়া এলাকায়। তিনি ঢাকায় সপরিবারে বাস করেন। গ্রামের বাড়িতে ঈদুল আজহা উদযাপন করতে ৭ জুলাই তিনি ঢাকা থেকে নওগাঁয় এসেছিলেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম জানান, কোভিডের উপসর্গ দেখা দিলে ১২ জুলাই আবুল কালাম আজাদ নওগাঁতেই নমুনা দেন। ২০ জুলাই প্রতিবেদনে পজিটিভ আসে। করোনা ভাইরাস শনাক্তের পর ওই দিন রাতেই তাকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ৮টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ