বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


শাজাহান খানের মেয়ের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে: খুরশীদ আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের সদ্য নিয়োগপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম গণমাধ্যমকর্মীদের সঙ্গে অনলাইন সাংবাদিক সম্মেলন করেন। এসময় তিনি এ কথা জানান।

তিনি বলেন, পিসিআর টেস্ট একটি সায়েন্টিঢিক টেস্ট, এর ফলস নেগেটিভ বা ফলস পজিটিভ আসতে পারে। এ অভিযোগ আমাদের কাছে এসছে। সাবেক মন্ত্রী আজ সকালে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আমরা এটা তড়িৎ গতিতে খতিয়ে দেখছি যে কোথায় ত্রুটি হয়েছে। সেটা দেখে আমরা ব্যবস্থা নেবো।

সাবেক মন্ত্রী শাজাহান খানের মেয়ের রিপোর্ট নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা লুকানোর কিছু নাই, যদি আমাদের ভুল হয়ে থাকে, সেটা বলবো। আর যদি এটা মেশিনারিজ ভুল হয়ে থাকে সেটাও বলবো। আর কেউ যদি ব্যক্তিগতভাবে জড়িত হয়ে থাকে তাহলে অবশ্য, অবশ্যই সেটা নিশ্চয়ই সুষ্ঠু সমাধান হবে। আর এজন্য তিনজকে অ্যাসাইন করে দিয়েছি, তারা বিষয়টি খতিয়ে দেখবেন, রিপোর্ট দেব। এরপর আমরা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করবো।

আস্থাহীনতার কারণে মহামারির ব্যবস্থাপনায় আশানুরূপ ফলাফল পাওয়া যায়নি- চিকিৎসক হিসেবে এ বিষয়ে তার মতামত জানতে চাইলে খুরশীদ আলম বলেন, এই করোনাতে আমার বাবা মারা গেছেন গত মাসে। মা মরণাপন্ন হয়ে হাসপাতালে ছিলেন, ভাই হাসপাতালে ছিলেন। চিকিৎসকরা চিকিৎসা দেয়ার ক্ষেত্রে শতভাগ চেষ্টা করেছেন। আর করোনা ভাইরাস সর্ম্পকে কারোরই কোনও সুষ্ঠু ধারণা ছিল না। এ সর্ম্পকে সবারই ভয় ছিল। তবে সেটা ধীরে ধীরে কমে এসেছে। এখন আর সেরকমভাবে ভীত না। এখন যেভাবে রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে সেটা অনেক বেশি অ্যাক্টিভ এবং অনেক বেশি সংবেদনশীল।

উল্লেখ্য, রোববার (২৬ জুলাই) করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে লন্ডনে যাওয়ার জন্য বিমানবন্দরে যান সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানের মেয়ে ঐশী খান। তবে অনলাইনের রেজাল্টের সঙ্গে তার হাতে থাকা করোনার রিপোর্টে মিল না পাওয়ায় ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে ফেরত পাঠান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ