বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

পরীক্ষা নিয়ন্ত্রকের সাময়িক দায়িত্ব পালন করছেন মাওলানা মুহাম্মদ যুবায়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এ পরীক্ষা নিয়ন্ত্রকের সাময়িক দায়িত্ব পালন করছেন মাওলানা মুহাম্মদ যুবায়ের।
গত ১৪ জুলাই বেফাকের খাস কমিটির জরুরি বৈঠকে পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু ইউসুফকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। সেদিনই বিশেষ রেজুলেশনের মাধ্যমে পরীক্ষা বিভাগের সাময়িক দায়িত্ব পান মাওলানা মুহাম্মদ যুবায়ের।

অবশ্য তিনি আগ থেকেই বেফাকের সহকারী মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছেন। খাস কমিটি তাকে অতিরিক্ত কাজ হিসাবে সাময়িক পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব দিয়েছেন। জানা গেছে, সাময়িক দায়িত্বে পাওয়া মাওলানা মুহাম্মদ যুবায়ের কামরাঙ্গীরচর জামিয়া আনওয়ারুল ইসলাম মাদরাসার শিক্ষক ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশের সকল কওমি মাদরাসাকে এক প্লাটফরমে ঐক্যবদ্ধ করার লক্ষ নিয়ে ১৯৭৮ সালে “বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ” বা “বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড” (বেফাক) প্রতিষ্ঠা লাভ করেছিলো

এতে এ পর্যন্ত প্রায় আটজন বিজ্ঞ উলামায়ে কেরাম বেফাকের এ অফিসিয়াল গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন। তারা হলেন, আল্লামা আশরাফ আলী রহ. (পরীক্ষা নিয়ন্ত্রক: ১৯৭৯-১৯৮১ ও ১৯৮৮ ইং), আল্লামা নূর হোসাইন কাসেমী (পরীক্ষা নিয়ন্ত্রক: ১৯৮২-১৯৮৫ ইং), হযরত মাওলানা কুতুবুদ্দীন রহ. (পরীক্ষা নিয়ন্ত্রক: ১৯৮৬-১৯৮৯ ইং), মাওলানা আতাউর রহমান খান রহ. (পরীক্ষা নিয়ন্ত্রক: ১৯৮৭ ইং), মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব দা.বা. (পরীক্ষা নিয়ন্ত্রক: ১৯৯০-১৯৯১ ইং), মাওলানা মুহাম্মদ ইসমাঈল বরিশালী দা.বা. (পরীক্ষা নিয়ন্ত্রক: ১৯৯২-২০১২ ইং), মাওলানা সুলাইমান ইবনে আলী রহ. (পরীক্ষা নিয়ন্ত্রক: ২০১৩ ইং), মাওলানা আবু ইউসুফ, (পরীক্ষা নিয়ন্ত্রক: ২০১৪-২০২০ ইং)।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ