বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

আল্লামা পালনপুরী রহ.-এর কর্ম ও জীবন গ্রন্থে লেখা আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
বিশেষ প্রতিনিধি>

বিশ্ব বিখ্যাত ইসলামী বিশ্ববিদ্যালয় দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস সদরুল মোদার্রেছীন আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরী এর ইন্তেকালে শোকাহত বিশ্বের সব আলেম-ওলামা ভক্তবৃন্দ । অনুকরণীয় অাকাবিরদের উজ্জ্বল নমুনা এই মনীষীর জীবনাদর্শ যুগ যুগ জাতিকে পথ দেখাবে। হকের পথে রাহনুমায়ী করবে। তাই হযরতের জীবন ও কর্ম, সংগ্রাম ও সাধনার নির্মোহ বিবরণ এবং শায়খের সান্নিধ্যপ্রাপ্তদের আবেগময় স্মৃতিচারণ, অভিব্যক্তি, আত্মউপলব্ধির বর্ণনা নিয়ে আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ.-এর জীবন ও কর্ম গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

আল্লামা মুফতি সাঈদ আহমাদ পালনপুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন বিশ্বের বাংলা ভাষাভাষী মুসলিম ভাইদের কাছে পৌঁছে দিতে হজরতের পরিবারের বর্তমান মুরুব্বি তার প্রিয়তম ছোটভাই দারুল উলুম দেওবন্দের উস্তাযুল হাদিস মুফতি আমিন পালনপুরী দা.বা. এর পরামর্শ ও অনুমতি ক্রমে বাংলাদেশের স্বনামধন্য আলেম মুফতি ওমর ফারুক সন্ধিপী দা. বা. জীবনী গ্রন্থ প্রকাশের কাজে হাত দিয়েছেন ।

বাংলাদেশসহ সারা বিশ্বে তার অসংখ্য ছাত্র ও শুভাকাঙ্খী রয়েছেন । হজরতের জীবনী গ্রন্থ প্রকাশের জন্য তার প্রিয়তম ছাত্র ও ভক্তদের কাছে আকুল আবেদন হজরতের উপদেশ ও পরামর্শ, বয়ান ও আলোচনা, আপনার দেখা কোন শিক্ষনীয় ঘটনা ও স্মৃতিচারণমূলক কোন বিষয়ে তথ্য জানা থাকলে জীবনীগ্রন্থ প্রকাশের কাজে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

দেশের পরিস্থিতি বিবেচনা করে সমস্ত লেখা ইমেইলের মাধ্যমে গ্রহণ করতে হচ্ছে। লেখা পাঠানোর ঠিকানা mahmudkg96@gmail.com

লেখার শেষে অবশ্যই আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, পেশা, কর্মস্থল ইত্যাদি লিখে পাঠাবেন। লেখা পাঠানোর শেষ সময়:- আগামী ১৫ জুন ২০২০

সার্বিক তত্বাবধানে মুফতি ওমর ফারুক সন্ধিপীG

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ