বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

আম্পান: উপকূলে নানা পদক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘূর্ণিঝড় 'আম্পান' মোকাবেলায় উপকূলীয় এলাকায় নানা পদক্ষেপ নেয়া হয়েছে। জেলেদের উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেয়া হয়েছে। এরইমধ্যে আশ্রয়কেন্দ্রে যেতে শুরু করেছে উপকূলের হাজারো মানুষ।

অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলা ও ক্ষয়ক্ষতি কমাতে খুলনায় দায়িত্ব ভাগ করে দিয়েছে প্রশাসন। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার পাশিপাশি, স্বেচ্ছাসেবক দল গঠনসহ ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দ্রুত সংস্কারের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

মোংলা বন্দরে অবস্থানরত জাহাজগুলোকে কন্ট্রোল রুমের মাধ্যমে ঝড়ের গতি সম্পর্কে জানানো হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় জেলেদের গভীর সাগরে না গিয়ে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানসহ ৫০৯টি সাইক্লোন শেল্টার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ