আওয়ার ইসলাম: করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটের মধ্যে অসহায় মানুষের জন্য ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সরকার। সর্বশেষ তথ্যানুযায়ী ৪ কোটি ৮৫ লক্ষ ২১ হাজার ৬৯১ জন মানুষ সরকারের ত্রাণ সহায়তা পেয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়, ১৫ মে পর্যন্ত ত্রাণ হিসেবে সারাদেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে ১ লক্ষ ৬২ হাজার ৮১৭ মেট্রিক টন। ৬৪ জেলার জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য বলছে, এ পর্যন্ত বিতরণ করা হয়েছে প্রায় ১ লক্ষ ২৫ হাজার মেট্রিক টন।
এর মাধ্যমে ১ কোটি ৯ লক্ষ ৩৫ হাজার ৭৮৬টি পরিবার উপকৃত হয়েছে। আর উপকারভোগী লোকের সংখ্যা ৪ কোটি ৮৫ লক্ষ ২১ হাজার ৬৯১ জন।
অন্যদিকে, সহায়তা হিসেবে নগদ বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ৯১ কোটি টাকা। এর মধ্যে ৭২ কোটি ৩৩ লক্ষ ৭২ হাজার ২৬৪ টাকা ত্রাণ হিসেবে নগদ বরাদ্দ দেয়া হয়েছে। এ ছাড়াও ৫৫ কোটি ৫৮ লক্ষ ৭২ হাজার ৮৩৬ টাকা বিতরণ করা হয়েছে।
অপরদিকে, শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেওয়া হয় ১৯ কোটি ১৪ লক্ষ টাকা। এর মধ্যে ১৪ কোটি ৩৭ লক্ষ ৫৬ হাজার ৭২৮ টাকা পর্যন্ত বিতরণ করা হয়েছে। এতে ৪ লক্ষ ৪৭ হাজার ৬৯টি পরিবার উপকৃত হয়েছে। আর উপকৃত লোকের সংখ্যা ৯ লক্ষ ৭৯ হাজার ৪৩৭ জন।
-এটি