বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

‘দুর্নীতির কারণে নগরবাসী সুফল ভোগ করতে পারেননি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দুর্নীতি রোধে কাজ করবেন জানিয়ে নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, বিগত সময়ে দুর্নীতির কারণে নগরবাসী তেমন সুফল ভোগ করতে পারেননি। তাই প্রথম থেকেই ডিএসসিসির দুর্নীতি রোধে কাজ করা হবে।

শনিবার ডিএসসিসি নগরভবনে প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মুহা. ইমদাদুল হকের কাছ থেকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝে নেয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

ডিএসসিসির নবনির্বাচিত এই মেয়র বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে নগরবাসীর সকল মৌলিক সেবা নিশ্চিত করা হবে। সেজন্য আগামীকাল রোববার থেকেই কাজ শুরু করব।

তিনি বলেন, প্রাথমিকভাবে পাঁচটি বিষয়কে প্রাধান্য দিয়ে কাজ শুরু করা হবে। এর মধ্যে করোনা ভাইরাসের মোকাবেলা, মশক নিধন, আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য, রাস্তাঘাট-যানজট। পর্যায়ক্রমে পরবর্তীতে অন্যান্য মৌলিক সেবাগুলোও নিশ্চিত করা হবে।

মশক নিধনে বিগত সময়ে তেমন কোনো কাজ হয়নি উল্লেখ করে তিনি বলেন, মশক নিধনে যেসব দেশ সফল হয়েছে, তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে কাজের পরিকল্পনা করা হবে। পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রেখে কাজকে আরো গতিশীল করব।

এদিন দায়িত্ব গ্রহণ কালে তাকে সীমিত পরিসরে অনাড়ম্বরভাবে স্বাগত জানিয়ে বরণ করে নেন ডিএসসিসির কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ ঢাকা দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, নগর আওয়ামী লীগ নেতা মোরশেদ কামাল ফরিদউদ্দিন আহমেদ রতন এবং ডিএসসিসির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ