বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত জোটের সংবাদ সম্মেলনে যাচ্ছে না ইসলামী আন্দোলন  প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জমিয়তের আলেম-উলামাসহ সব ধর্মের মানুষ বিএনপির কাছেই নিরাপদ: শামা ওবায়েদ মাওলানা উবায়দুল্লাহ ফারুককে ইসির শোকজ সীমান্তের কোল ঘেঁষে শিশুর দেশপ্রেমী গান, নেটদুনিয়ায় তোলপাড় বিক্ষোভে প্রায় ২০০০ নিহত, দাবি ইরানি কর্মকর্তার নিকাব নিয়ে কটূক্তিকারীর শাস্তি না হলে ধরে নেব বিএনপি এই বক্তব্য ধারণ করে দুইটি মামলায় খালাস পেলেন আখতার হোসেন সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন ‘রুমিন ব্যারিকেড’ ডিঙ্গাতে পারবেন কি মাওলানা জুনায়েদ আল হাবীব?

দারুল উলূম মাবিয়ায় ত্রাণ নিয়ে ৬০০ মানুষের পাশে মুক্তিযোদ্ধা সাদিকুর রহমান হিরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
সাভার থেকে>

সাভারের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম মাবিয়া ইসলামিয়া গেরুয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ছাদিকুর রহমান হিরুর পক্ষ থেকে পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাঝে দ্বিতীয় বারের মতো ত্রাণ বিতরণ করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন গণ-পরিবহনের নেতা সাদিকুর রহমান হিরু।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১ টার দিকে গেরুয়া মাদরাসা প্রাঙ্গণে প্রিন্সিপাল মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীর সংক্ষিপ্ত বক্তব্য ও দু'আর মাধ্যমে ত্রাণ বিতরণের কার্যক্রম শুরু হয়।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন মাদরাসার সেক্রেটারি মো. নুরুল ইসলাম, সহ-সেক্রেটারি আলহাজ্ব মকছুদুর রহমান, কোষাধ্যক্ষ আলহাজ্ব জিল্লুর রহমান, ৮নং ওয়ার্ডের মেম্বার জনাব হাসান সরদারসহ মাদরাসার ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য ও মাদরাসার শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানটিতে সঞ্চালক হিসেবে ছিলেন মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা হাবীবুর রহমান।

ত্রাণ সামগ্রী মধ্যে ছিলো ১০ কেজি চাল, ২কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১কেজি মুশুরী ডাল, ১কেজি সয়াবিন, ১কেজি পোলার চাল, সেমাই ১ কেজি, চিনি ১কেজি, হাত ধোয়ার সাবান ১ পিছ।

৪ হাজার ৫ শ মানুষের পাশে মুক্তিযোদ্ধা হিরু

বীর মুক্তিযোদ্ধা ছাদিকুর রহমান হিরু নাখালপাড়া, মহাখালী ও ধামরাইসহ আরো বিভিন্ন এলাকার ঘরবন্দি মানুষদের জন্য ব্যক্তিগত ভাবে প্রায় সাড়ে চার হাজার লোকের জন্য ত্রাণের ব্যবস্থা করে মানবতার পাশে দাঁড়িয়েছেন। এতে হাসি ফুটেছে সাময়ীক অসুবিধায় পড়া মানুষের মুখে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ