আওয়ার ইসলাম: করোনা কারণে কর্মহীন হয়ে পড়া রাজধানীর শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ এবং গরিব মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিএনপি।
গতকাল বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটির পাঁচটি ওয়ার্ডে গত নির্বাচনে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ও স্থানীয় নেতারা এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
উত্তর সিটির বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের সহযোগিতায় এসব ত্রাণ বিতরণ পরিচালিত হয়ে আসছে।
ঢাকা উত্তরের পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন, ১৫ নম্বর ওয়ার্ডে ভাষানটেক থানা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া মাখন ও সাধারণ সম্পাদক মুহা. ইসমাইল হোসেন বকুল এবং ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অধ্যক্ষ লিয়াকত আলী, ১৭ নম্বর ওয়ার্ডে খিলক্ষেত থানা বিএনপির সভাপতি হাজী এস এম ফজলু ও সাংগঠনিক সম্পাদক সি এম আনোয়ার এবং ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী দেওয়ান নাজিম উদ্দিন নিজ নিজ এলাকায় খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।
এ ছাড়া ঢাকা উত্তরের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাহফুজ হোসেন খান সুমন ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক তাদের এলাকায় অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন।
-এএ