আওয়ার ইসলাম: নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫টি অঞ্চলের ৫টি ওয়ার্ডে একযোগে শুরু হবে বিশেষ পরিচ্ছন্নতা (চিরুনি অভিযান) অভিযান। শনিবার (১৬ মে) থেকে এই অভিযান শুরু হবে।
শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানিয়েছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।
দায়িত্বগ্রহণের পর মেয়র ও কাউন্সিলরদের প্রথম সভা হলো আজ। এতে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর ও ডিএনসিসির বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।
যেসব এলাকায় অভিযান চলবে- সকাল ১০টায় উত্তরা সেক্টর ১ ও ৫, মিরপুর ৬ নম্বর বাজার, মহাখালীর সুবাস্তু টাওয়ারের সামনে, মিরপুর-১০, টোলারবাগ, ডেল্টা মেডিকেল কলেজের সামনে।
এছাড়া সকাল ৮টা থেকে কারওয়ান বাজার ও আসাদ গেটেও এই অভিযান চালানো হবে।
-এএ