আওয়ার ইসলাম: কানাডার টরন্টোতে করোনায় মারা গেলেন জামিল হোসেন (৬০) নামে আরও এক বাংলাদেশি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জামিল কোভিড-১৯’এ আক্রান্ত হয়ে ৪১ দিন সেন্ট জুসেপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়ে রেখে যান।
জামিল হোসেন টরেন্টস্হ গ্রেটার সিলেট এসোসিয়েশন সাবেক সভাপতি এবং গোলাপগঞ্জ ফাউন্ডেশনের উপদেষ্টা ছিলেন। তার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছাড়া নামে।
এর দু’দিন আগে করোনায় আক্রান্ত হয়ে মারা যান প্রফেসর ড. কাজী আবদুর রউফ। মরহুম জামিন নবম বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।
-এএ