আওয়ার ইসলাম: যথাযথ স্বাস্থ্যবিধি মেনে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে। পিতা আবু তাহের মোহাম্মদ মোয়াজ্জেমের কবরেই তাকে দাফন করা হয়।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আজিমপুর কবরস্থানে আনিসুজ্জামানের দাফন সম্পন্ন হয়।
আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার সকাল নয়টায় মারকাজুল ইসলামের স্বেচ্ছাসেবক আব্বার মরদেহ গোসল করিয়ে দাফনের জন্য প্রস্তুত করে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় করোনার স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে।
অধ্যাপক আনিসুজ্জামান করোনা পজিটিভ হওয়ায় তার পরিবারের সব সদস্য দাফনে অংশ নিতে পারেননি। তবে, আনিসুজ্জামানের ভাই আখতারুজ্জমান, ছেলে আনন্দ জামান ও মেয়ের জামাই আজিমুল হক পরিবারের পক্ষ থেকে জানাজায় অংশ নেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল চারটা ৫৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিসুজ্জামান। ওইদিন রাতেই জানা যায়, তিনি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
-এএ