আওয়ার ইসলাম: বাংলাদেশের দুর্বল স্বাস্থ্যসেবা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
যেভাবে করোনা পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে, তাতে কোভিড-১৯ আক্রান্তদের মানবাধিকার রক্ষা হচ্ছে না বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক এ সংগঠনটি।
বিবিসি বলছে, কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে ১৭ পাতার একটি বিশ্লেষণ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
কীভাবে বাংলাদেশের দুর্বল স্বাস্থ্যসেবা ব্যবস্থা এই করোনা মহামারির মধ্যে মুখ থুবড়ে পড়েছে, তার ব্যাখ্যা দেয়া হয়েছে বিশ্লেষণে।
এতে বলা হয়েছে, করোনা ভাইরাসের উপসর্গ থাকায় যেসব রোগী হাসপাতালে যাচ্ছেন, তাদের হাসপাতালের দরজা থেকেই ফিরিয়ে দেয়া হচ্ছে। এ ছাড়া স্বাস্থ্যকর্মীদের জন্যও যথেষ্ট সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে না। নানা রকম নিগ্রহের শিকারও হতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের।
স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন। মারা গেছে ২৮৩ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৬১ জন।
বিবিসি অপর এক প্রতিবেদনে দাবি করেছে, বিশ্বের যে ৩০টি দেশের মানুষ করোনা ভাইরাসে বেশি আক্রান্ত হয়েছেন, তার মধ্যে এখন বাংলাদেশও আছে।
-এএ