আওয়ার ইসলাম: করোনাভঅইরাসে(কভিড-১৯) দেশে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮৩ জন। নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৪১ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যার হলো ১৮ হাজার ৮শ ৬৩ জন।
আজ বৃহস্পতিবার দুপুরে নিয়মিত বিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১১ এবং ৩ জন নারী রয়েছেন।
ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সাত হাজার ৩শ ৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্তদের ৭৫৪ জন রাজধানীর এবং সারাদেশে ২৮৭ জন।
তিনি আরো বলেন, করোনা আক্রান্তদের মধ্যে সুস্থতার হার ১৯ ভাগ। মৃত্যুর হার ১ দশমিক ৫ ভাগ।
-এটি