আওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বর্ষিয়ান আলেমেদ্বীন ও রাজনীতিবিদ মাওলানা আবদুল লতিফ নেজামীর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই গভীর শোক প্রকাশ করেছেন।
আজ সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় চরমোনাইয়ের পীর বলেন, প্রখ্যাত ও শীর্ষইসলামী চিন্তাবিদ, ঈমানী সকল আন্দোলনের পুরোধা ব্যক্তিত, মাওলানা নেজামী রহ. বহু গুণে গুণান্বিত ছিলেন।
তিনি আরও বলেন, মাওলানা আব্দুল লতিফ নেজামী একজন দেশপ্রেমিক ও ইসলামী নেতা ছিলেন। দেশ ও ইসলাম ও মানবতার যে কোন দুর্দিনে তিনি সর্বদা সজাগ ছিলেন। বর্তমানে তার মত যোগ্য ও বিচক্ষণ রাজনীতিবিদের বড়ই প্রয়োজন ছিলো। যার অভাব দীর্ঘদিন অনুভূত হবে।আমি তার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন এবং সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।
এদিকে পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী ও সেক্রেটারী জেনারেল মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া, উত্তর সভাপতি প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম।
-এএ