বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

জীবন-জীবিকা স্বাভাবিক রাখতেই শিথিল করা হচ্ছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানুষের জীবন-জীবিকা স্বাভাবিক রাখতেই করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী চলমান পরিস্থিতি ক্রমশ শিথিল করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারি ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান গ্রহণকালে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, পবিত্র রমজান মাস চলছে। তাই কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান আস্তে আস্তে খোলার চেষ্টা করছি। মানুষের জীবন-জীবিকা স্বাভাবিক রাখতেই করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী চলমান পরিস্থিতি ক্রমশ শিথিল করা হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশসহ পুরো বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে বিরাট ধাক্কা লেগেছে। আশা করি, শিগগিরই এ সংকট কেটে যাবে। সকল বাধা দূর করে বাংলাদেশ এগিয়ে যাবে। আর করোনাসহ যেকোনো অসুখ-বিসুখে চিকিৎসার পাশাপাশি মনের জোর ও আত্মবিশ্বাস বাড়াতে হবে। তাহলে অনেকটাই সুস্থ হওয়া যায়।

স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যেসব নির্দেশনা দেয়া হয়েছে তা সবাইকে মেনে চলার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এসব নির্দেশনা মেনে চলতে পারলেই করোনা থেকে সুরক্ষিত থাকা যাবে। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, নিজেকে সুরক্ষিত রাখা, একসঙ্গে কোথাও না হওয়া, এসব দিকে খেয়াল রাখতে হবে।

সবার কষ্টের বিষয়টি উপলদ্ধি করেই ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার চেষ্টা করা হচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন, এখন বোরো ধান উঠায় খাবারের কষ্ট কিছুটা কমে যাবে। এই সময়ে পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধির অংশ হিসেবে যারা বেশি ধান পেয়েছেন, তাদের কম ধান পাওয়া লোকজনকে সাহায্য করতে হবে। মানুষ মানুষের জন্য, কথাটি চিন্তা করেই কাজ করতে হবে।

করোনার কারণে বিশ্বব্যাপী যে সমস্যা তৈরি হয়েছে তা ঠিক হয়ে যাবে আশা প্রকাশ করে তিনি বলেন, ভয় পেয়ে অনেকেই করোনা আক্রান্ত রোগীদের সঙ্গে অমানবিক আচরণ করছেন। এটা ঠিক না। পরিবারের কেউ অসুস্থ হলে তাকে দূরে ঠেলে দেয়া যাবে না।

পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, লাশ দাফন, রোগী টানা থেকে শুরু করে সবধরনের কাজই করে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাদের সঙ্গে ছাত্রলীগের কর্মীরাও কাজ করছেন। এই মানবিক গুণগুলোই বাঙালির সবচেয়ে বড় পরিচয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ