সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

ইউরোপের অন্যতম নান্দনিক স্থাপনা নেদারল্যান্ডের মসজিদুস সালাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

সৌন্দর্যের বিচারে ইউরোপের অন্যতম উল্লেখযোগ্য ধর্মীয় স্থাপনাগুলোর একটি নেদারল্যান্ডসের মসজিদুস সালাম। একইসঙ্গে এটি নেদারল্যান্ডসের সর্ববৃহৎ মসজিদ।

দেশটির দক্ষিণাঞ্চলীয় রটারড্যাম শহরে নান্দনিক এই স্থাপনাটি অবস্থিত। এটি ২০১০ সালে পুনঃসংস্কারের পরে মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। কায়রোর মামলুক স্থাপত্যশৈলীর অনুপ্রেরণায় মসজিদের নকশা করেছেন একজন ডাচ প্রকৌশলী।

এর আগে মসজিদুস সালামের মূল স্থাপনা নির্মাণ করা হয়েছিল ১৯৮৭ সালে। মুসল্লিদের জায়গার সংকুলান না হওয়ায় ২০০৩ সালে মসজিদ বর্ধিতকরণের কাজ শুরু হয়। অতঃপর দীর্ঘ সাত বছর যাবত সংস্কারের পরে ২০১০ সালে নতুনভাবে মসজিদুস সালাম খুলে দেয়া হয়।

সবশেষ হিসাব অনুযায়ী নেদারল্যান্ডসে মসজিদের সংখ্যা অন্তত ৫ শো। কিন্তু এগুলোর অধিকাংশের নির্মাণশৈলীতে ইসলামি অবকাঠামো অনুসরণ করা হয়নি- যেগুলোর বেশিরভাগ আগে স্কুল, পুরনো ভবন কিংবা গির্জা জাতীয় স্থাপনা ছিল।

তবে বিগত কয়েক বছরে নবনির্মিত অন্তত ১ শো মসজিদ তৈরিতে ইসলামি স্থাপত্যশৈলী অনুসরণ করা হয়েছে। যেগুলো দীর্ঘ মিনারা নিয়ে সগর্বে ইউরোপের জমিনে ইসলামি সভ্যতার উন্নতি পরখ করছে, আর মিনারাগুলো থেকে উচ্চকিত হচ্ছে ইসলামের দৈনন্দিন পালনীয় নিদর্শন আজান।

সূত্র: আল জাজিরা আরবি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ