আওয়ার ইসলাম: করোনা ভাইরাস আক্রান্ত চিকিৎসকদের সুচিকিৎসা নিশ্চিত করতে একটি করোনা ডেডিকেটেড হাসপাতাল স্থাপনের ঘোষণা দিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব।
গতকাল শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে বিএনপি সমর্থিত চিকিৎসকদের এই সংগঠনটি।
বাংলাদেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। গত দুই মাসে ড্যাবের কার্যক্রম তুলে ধরে ড্যাব এই ঘোষণা দেয়।
ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ বলেন, আমরা উত্তরা, গ্রীন রোড ও ধানমণ্ডি জায়গা দেখেছি। যেখানে আমরা স্থান পাব- বিশেষ করে কোনো বেসরকারি হাসপাতাল হলে আমাদের জন্য ভালো হয়। আমাদের ড্যাবের ৩ হাজার সদস্য রয়েছে। তাদের অর্থায়নে এই হাসপাতাল চলবে।
তিনি আরও জানান, গত দুই মাসে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের মোবাইলে পরামর্শ প্রদানের জন্য করোনা হেল্পলাইন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে। যা এখনও চলমান। আমরা এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষকে চিকিৎসা সেবা দিয়েছি।
-এএ