আওয়ার ইসলাম: রাজধানীর হাতিরপুলে থেকে নিখোঁজ হওয়া ফটোসাংবাদিক শরিফুল ইসলাম কাজলকে বেনাপোল পোর্টথানা থেকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
আজ রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রেবশ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।
এর আগে অবৈধভাবে বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে ফেরার সময় দৈনিক পক্ষকাল’র সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা আটক করে পুলিশের কাছে দেয়।
এদিকে আজ সকাল থেকেই পোর্টথানায় কড়াকড়ি আরোপের কারণে স্থানীয় সাংবাদিকরা শরিফুলের সঙ্গে কথা বলতে পারেনি। তবে শরিফুল থানা থেকে ফোনে তার স্ত্রীর সঙ্গে কথা বলেছেন জানা গেছে।
শরিফুলের স্ত্রী জুলিয়া ফেরদৌস নয়ন মুঠোফোনে জানান, শরিফুল তাকে ফোনে বলেছেন তিনি খুব অসুস্থ, তাকে যেন দ্রুত বাড়িতে নেয়া হয়। কিন্তু তিনি জানেন না দেশে লকডাউন চলছে। এতে বোঝা যায় তাকে আটকে রাখা হয়েছিল। আর কোনো কথা বলতে পারেনি বলে জানান জুলিয়া।
বেনাপোলের রঘুনাতপুর বিজিবি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার আছের আলী জানান, বিজিবি সদস্যরা রাতে টহলের সময় দেখতে পান ভারত থেকে অবৈধভাবে একজন ফিরছে। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে অবৈধ অনুপ্রবেশ আইনে (১১-সি) ধারায় মামলা দিয়ে পুলিশে দেয়।
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।
-এএ