আওয়ার ইসলাম: করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ৬৬৫ জন এবং মারা গেছে ২ জন। ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট কমিটির তৈরি করা গাইডলাইন অনুসারে এখন পর্যন্ত মোট এক হাজার ৬৩ জন সুস্থ হয়েছে।
আজ রোববার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি বলেন, আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৫ হাজার ২১৪টি। নমুনা পরীক্ষা করেছি ৫ হাজার ৩৬৮টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৬৬৫ জন। এ পর্যন্ত করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে ৯ হাজার ৪৫৫ জন।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২ জন। একজনের বয়স ১১- থেকে ২০ বছর বয়সের এবং ষাটোর্ধ্ব একজন। একজনের বাড়ি রংপুর, আরেকজন নারায়ণগঞ্জের। আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১৭৭ জন।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৬৫ জনকে, এখন পর্যন্ত মোট আইসোলেশনে রাখা হয়েছে এক হাজার ৬৩৭ জনকে। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৬০ জন, এখন পর্যন্ত মোট ছাড়া পেয়েছেন এক হাজার ৮২ জন।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে কোয়ারেন্টিন করা হয়েছে ৯ হাজার ৮৭৪ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন দুই হাজার ১৪৯ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন এক লাখ ৯২ হাজার ৫৯২ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৬৭ হাজার ৭৩৯ জন।
এর আগে শনিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল ৫৫২ জন, মৃত্যু হয় ৫ জনের। তার আগের দিন শুক্রবার শনাক্ত হয় ৫৭১ জন, মারা যায় ২জন।
বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।
-এএ