বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

করোনা: সাভারে একদিনে ৭ পোশাক শ্রমিক আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারে একদিনে ৭ পোশাক শ্রমিক করোনায় শনাক্ত হয়েছে। শুক্রবার দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নাজমুল হুদা মিঠু বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার ৫১ জনের নমুনা পাঠালে এর মধ্যে আটজনের করোনা পজিটিভ আসে। যার মধ্যে ৭ জন পোশাক শ্রমিক।

এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহা. সায়েমুল হুদা।

বৃহস্পতিবার স্বাস্থ্য নিরাপত্তার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো একটি চিঠিতে তিনি এ অনুরোধ জানিয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, স্বাস্থ্য কর্মকর্তা গার্মেন্টস বন্ধ ও লকডাউনের বিষয়ে একটি চিঠি দিয়েছেন। তবে এ বিষয়গুলো সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিদ্ধান্ত নিবে, সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাজমুল হুদা মিঠু বলেন, এ নিয়ে সাভার উপজেলায় মোট ৩৪ জন রোগী করোনায় শনাক্ত হয়েছে। তবে এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে পাঠানো নমুনার মধ্যে ২৫ জন। বাকিরা অন্যান্য জায়গা থেকে নমুনা পরীক্ষা করিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ