বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

করোনায় মৃতদের দাফন এবার রায়েরবাজার কবরস্থানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ এতদিন রাজধানীর খিলগাঁওয়ের তালতলা কবরস্থানে দাফন করা হয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে সেখানে পানি জমায় লাশ দাফন আপাতত বন্ধ রয়েছে। বিকল্প হিসেবে রায়েরবাজার কবরস্থানে করোনায় মৃতদের দাফন করা হচ্ছে।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা তাজিনা সারোয়ার এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৯ এপ্রিল পর্যন্ত তালতলা কবরস্থানে মৃতদেহ দাফন করা হয়েছে। কিন্তু সেখানে পানি জমে যাওয়ায় আর লাশ দাফন সম্ভব হচ্ছে না। তাই ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) থেকেই রায়েরবাজারে লাশ দাফন করা শুরু হয়েছে। এখন পর্যন্ত রায়েরবাজার কবরস্থানে আটটি মরদেহ দাফন করা হয়েছে।

‘সেখানে অন্তত এক লাখ ২৫ হাজার লাশ দাফন করার জায়গা রয়েছে। মোট ১৬টি ব্লক রয়েছে। এর মধ্যে গেট দিয়ে ঢুকতেই শুরুতে ৮ নম্বর ব্লক পড়ে। সেখান থেকেই দাফন করা শুরু হয়েছে। যদি তালতলায় পানি উঠা বন্ধ হয়, তাহলে সেখানে আরো কিছু লাশ দাফন করা হতে পারে।’

সিটি করপোরেশনের এই কর্মকর্তা বলেন, তালতলা কবরস্থানে ৩০০-৪০০ লাশ দাফনের প্রস্তুতি ছিল। কিন্তু এখন পর্যন্ত ১৯৪টি দাফন করা হয়েছে। এদের মধ্যে ১৪৩ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেন। বাকি ৫১ জনের মধ্যে কয়েকজনের করোনা পরীক্ষা করা হয়নি, আবার অনেকের রিপোর্ট নেগেটিভ এসেছিল।

উল্লেখ্য, রাজধানী ঢাকায় ৩০ এপ্রিল পর্যন্ত করোনা ভাইরাস সংক্রান্ত ২০৬টি মৃতদেহ দাফন করা হয়েছে। এর মধ্যে তালতলা কবরস্থানে ১৯৪টি, আজিমপুর কবরস্থানে দুটি, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দুটি এবং রায়েরবাজার কবরস্থানে আটটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ