বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

‘অবিলম্বে টিভিতে তারাবির নামাজ সম্প্রচার বন্ধ করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেছেন, একটি মহল নামাজ নিয়ে উপহাস শুরু করেছে। টিভি চ্যানেলে নামাজ সম্প্রচার করে বাসা-বাড়ি থেকে তা অনুসরণ করার কথা বলে মানুষকে ঈমানহারা করার চক্রান্ত করছে। অবিলম্বে টিভি চ্যানেলে নামাজ সম্প্রচার বন্ধ করতে হবে।

শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মহামারী করোনা ভাইরাসের কারণে মসজিদে সীমিত সংখ্যক মুসল্লি নিয়ে নামাজ চালু করার পর টিভিতে সম্প্রচার করে বাসা-বাড়িতে নামাজের ইক্তেদা করা হলে তা কোনোভাবেই সহীহ ও জায়েজ হবে না।

মাওলানা ইমতিয়াজ আলম বলেন, সম্প্রতি কোনো কোনো টিভি চ্যানেলে তারাবির নামাজ সম্প্রচারের মাধ্যমে ইমামকে অনুসরণ করে নিজ নিজ বাসা-বাড়িতে তারাবি নামাজ আদায় করার বিষয়ে জনমনে চরম বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী, জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে কাতারের সংলগ্নতা (ইত্তেসাল) জামাত ও ইক্তেদা সহিহ হওয়ার অন্যতম প্রধান শর্ত। এটি মানা না হলে নামাজ সহীহ হবে না।

‘তাই কোনো টিভি চ্যানেলে সম্প্রচার করা তারাবি নামাজের ইমামের তিলাওয়াত শুনে ও রুকুু-সিজদার অনুসরণে নিজ নিজ বাসা-বাড়িতে ইক্তেদা করে তারাবির নামাজ আদায় করা হলে তা কোনোভাবেই সহিহ ও জায়েজ হবে না। অবিলম্বে এ ধরণের ভন্ডামী বন্ধ না করলে ঈমানদার জনতা সংশ্লিষ্ট টিভি চ্যানেল ঘেরাও করতে বাধ্য হবে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ