সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

মোট কতবার কাবা শরিফ পুনঃনির্মাণ হয়েছিল? জানা গেল নতুন তথ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

মক্কা মুকাররমায় অবস্থিত পবিত্র কাবা শরিফ মুসলিমদের নিকট পৃথিবীর সবচেয়ে পবিত্রতম স্থান। কাবা অভিমুখী হয়েই তারা তাদের প্রধানতম ইবাদত নামাজ আদায় করেন। এবং এটি জমিনে নির্মিত সর্বপ্রথম ঘর। মহান আল্লাহ এপ্রসঙ্গে বলেন, নিঃসন্দেহে সর্বপ্রথম মানুষের জন্য নির্ধারিত ঘর সেটাই, যা মক্কায় অবস্থিত এবং সারা বিশ্বের মানুষের জন্য হিদায়াত ও বরকতপূর্ণ। (সুরা আল ইমরান, আয়াত: ৯৬)

তবে কখন নির্মিত হয়েছিল কাবা—এ নিয়ে তাফসিরের কিতাবাদিতে বিভিন্ন বর্ণনা এসেছে। মুজাহিদ (রহ.) বলেন, ‘পৃথিবী সৃষ্টির দুহাজার বছর আগে আল্লাহ কাবাকে সৃষ্টি করেছেন।’ হজরত আলি ইবনু আবি তালিব (রা.) বলেন, “আদম সৃষ্টিরও আগে আল্লাহ তায়ালা ফিরিশতাদের বললেন, ‘যাও, যমিনে একটা ঘর নির্মাণ করো এবং সেটার তাওয়াফ করো।’ পরবর্তীতে আদম আলিইহিস সালামও সে ঘরের নির্মাণকাজ করেন এবং তাওয়াফ করেন।

তা ছাড়া, নির্মাণের পরে একাধিক বার কাবাগৃহের পুনঃনির্মাণ হওয়ার কথা ইতিহাসে পাওয়া যায়। ইসলাম আগমনের আগে ও পরে সর্বমোট সাতবার কাবাঘরের পুনঃনির্মাণ হয়। ইসলামি যুগের আগে সবার আগে কাবা নির্মাণে হাত দেন হজরত ইবরাহিম খলিলুল্লাহ। একাজে তাকে সহায়তা করেন তাঁর পুত্র হজরত ইসমাইল (আ.)। দ্বিতীয় বার কাবা পুনঃনির্মাণ করেন আমালিকা সম্প্রদায়। তৃতীয় বার জুরহুম সম্প্রদায় ও চতুর্থ বার মক্কার কুরাইশ বংশ- এসময় কুরাইশদের সঙ্গে পুনঃনির্মাণে অংশ নেন যুবক মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি সম্মানিত পাথর হাজরে আসওয়াদ স্থাপন করেন। ইসলাম আগমনের আগে এই মোট চারবার কাবা শরিফের পুনঃনির্মাণ হয়।

ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে পবিত্র এই গৃহ তিন তিনবার পুনঃনির্মিত হয়েছে। প্রথমবার আব্দুল্লাহ ইবনে জুবাইর (রা.), দ্বিতীয়বার হাজ্জাজ বিন ইউসুফ আস সাকাফি এবং সবশেষে উসমানি খলিফা মুরাদ খানের আমলে (১০৩২-১০৫০ হিজরি) স্বল্প পরিসরে কাবার পুনঃনির্মাণের কথাও ঐতিহাসিকদের কেউ কেউ উল্লেখ করেছেন।

সূত্র: আল জাজিরা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ